নিজস্ব প্রতিবেদক
বেতনের দুই লাখ টাকা ও জামানত হিসেবে ব্যাংক চেকের পাতা (ফাঁকা) ফেরৎ না দেয়ায় তালুকদার লাইট কাস্টিং কোম্পানির পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার বিরামপুর গ্রামের মফিজুর রহমান এই মামলাটি করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য সিআইডি পুলিশ যশোরকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, যশোর শহরের এমএম আলী রোডের স্বস্তি কুঠিরের নুর ইসলাম তালুকদারের ছেলে এবং তালুকদা লাইট কাস্টিংয়ের পরিচালক জান্নাতুল নাইম, কোম্পানির হিসাব রক্ষক ও নাজির শংকরপুরের মাঠপাড়ার মৃত আব্দুল হকের ছেলে হোসেনুজ্জামান ও মার্কেটিং ম্যানেজার মশিয়ার রহমান।
মামলার নথি মতে, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর যশোর-মণিরামপুর মহাসড়কের কানাইতলায় তালুকদার লাইট কাস্টিং কোম্পানির পণ্য বাজারজাত করার কাজে যোগদান করেন মফিজুর রহমান। যোগদানের পর থেকেই নিয়োগপত্র পাওয়ার জন্য মফিজুর সংশ্লিষ্টদের বলে আসছিলেন। কিন্তু তাকে নিয়োগপত্র না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এরই মধ্যে মফিজুর কাছ থেকে একটি ব্যাংক চেকের পাতা (ফাঁকা) জামানত স্বরুপ নিয়ে নেয়।
অন্যদিকে, তার বেতন ও টিএডিএসহ পাওনা এক লাখ ৮০ হাজার টাকা দাবি করা হলে প্রতিষ্ঠানটি দিতে অস্বীকার করে। এক পর্যায় মফিজুর রহমানকে চাকরিচ্যুত করে। গত ২১ সেপ্টেম্বর আসামিদের কাছে বেতনের পাওনা টাকা ও ব্যাংক চেকের পাতা ফেরৎ চেয়ে না পেয়ে তিনি আদালতে মামলা করেছেন।