এম সাইফুল ইসলাম
চলতি বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি করপোরেশন নির্বাচন। এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। নিজ নিজ দল থেকে মনোয়ন পেতে করছেন লবিং ও গ্রুপিং।
এরই মধ্যে আওয়ামী লীগের এক সভায় খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল আগামী কেসিসি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের নাম ঘোষণা করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগে তিনিই একক প্রার্থী।
রাজপথে আন্দোলনমুখী বিএনপি দিচ্ছে না প্রার্থী। বিএনপির মহানগর সভাপতি সফিকুল আলম মনা বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচনই বৈধ হতে পারে না। সরকার পতনের আগে আমরা কোন নির্বাচনেই অংশ নেবো না।
আলোচনায় আসছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির দীর্ঘদিন ধরে দলে নিষ্ক্রিয় থাকা সাবেক এমপি গফ্ফার বিশ্বাসের নাম। তবে পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, দল এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। তবে দল যাকে মনোয়ন দেবে তাকেই সমর্থন দেবো। জাপার কেন্দ্রীয় নেতা আব্দুল গফ্ফার বিশ্বাস বলেন, নগরবাসীর পাশে দাঁড়াতে আমি মেয়র পদে মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবো। প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও। মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়ালকে। ১৫ জানুয়ারি রাতে খুলনা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা কমিটির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, আসন্ন কেসিসি নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। সেক্ষেত্রে যেহেতু মনোনয়ন দিয়েছে সেহেতু আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা বলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান নগরপিতা তালুকদার আব্দুল খালেককে মেয়র প্রার্থী হিসেবে ফের দল চূড়ান্ত করেছে। দলীয় নেতাকর্মিরা ইতিমধ্যে নির্বাচনি প্রস্তুতি নেয়া শুরু করেছি।