নিজস্ব প্রতিবেদক
যশোরের ভৈরবের উপর ৩টি ব্রিজ নির্মাণকাজ বন্ধের দাবিতে সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি।
স্মারকলিপিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর হাইকোর্টের রায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্ধারিত উলম্ব ছাড় রেখে ও নদীর প্রস্থ অনুযায়ী পর্যাপ্ত দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের নীতিমালার ছাড়পত্র না নেওয়া এবং নদী রক্ষা কমিশনের নির্দেশনাকে উপেক্ষা করে ভৈরবের উপর ৩টি (সদর উপজেলার দাইতলা, ছাতিয়ানতলা, রাজারহাট), মণিরামপুরের মুক্তেশ্বরী ২টি এবং শার্শা উপজেলার বেতনা নদীতে ২টি সংকীর্ণ ব্রিজ নির্মাণ করছে। ভৈরব নদসহ এসকল নদী প্রবাহমান থাকার সাথে নৌ-চলাচল, নওয়াপাড়া বন্দর, মোংলা বন্দর ও সুন্দরবন রক্ষা এবং এলাকার জীব বৈচিত্র্যের প্রশ্ন জড়িত। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী উদ্দেশ্য প্রণোদিত হয়ে হাইকোর্টের রায়, গেজেট না মেনে, জাতীয় নদী রক্ষা কমিশন ও বিআইডব্লিউটিএ’র ছাড়পত্র গ্রহণ না করে ঘোষিত নীতিমালার বিরুদ্ধে কাজ করছে। এর ফলে পানি প্রবাহই বাধাগ্রস্ত হবে না নদী সংস্কারের লক্ষ্যও জলাঞ্জলি হয়ে যাবে। যার ফলে অর্থই শুধু অপচয় হবে না আবারও ব্রিজগুলো ভাঙ্গার প্রশ্ন আসবে। এই জাতীয় স্বার্থবিরোধী কার্যক্রম সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন সংগঠনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ ও আহ্বায়ক অধ্যাপক আফসার আলী।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু, শেখ আলাউদ্দীন, পলাশ বিশ্বাস প্রমুখ।