আন্তর্জাতিক ডেস্ক
মাত্র তিন মাস বয়সী শিশুর শরীরে ৫১ বার গরম লোহার রডের ছ্যাঁকা দিয়ে চিকিৎসা করেন এক হাতুড়ে ডাক্তার। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পরও ওই শিশুকে আর বাঁচানো যায়নি। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শাহদোল মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসার সময় ওই শিশুর মৃত্যু হয়। একজন ‘হাতুড়ে ডাক্তার’ ওই শিশুর শরীরে ৫১ বার গরম রড দিয়ে ছ্যাঁকা দিয়েছিল।
শিশুটির মা রোশনি কোল বলেন, ছ্যাঁকা দেওয়ার পর তার সন্তানকে একটি প্রাইমারি হেলথ সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও তার সন্তানের অবস্থার উন্নতি হয়নি।
তিনি আরো বলেন, তার সন্তানকে এমন চিকিৎসা দেয়ার বিরোধিতা করেছিলেন তিনি। কিন্তু তার পরিবার জানায়, শিশুটি সুস্থ হওয়ার এটাই এক মাত্র উপায়। এদিকে ওই শিশুটির অবস্থা খারাপ হলে তাকে শাহদোল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে শিশুটির মৃত্যু হয়।
শাহদোলের কালেক্টর বন্দনা বৈদ্য বলেছেন, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসা দেরিতে শুরু করায় তার অবস্থার অবনতি ঘটে। আমরা ঘটনার তদন্ত করছি। ওই হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন: গ্রামের চায়ের দোকানে ঢুকে নিজ হাতে চা বানালেন মমতা ব্যানার্জি