নিজস্ব প্রতিবেদক
তির্যক যশোর’র উদ্যোগে কবিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সংগঠনের পৌরপার্কের কার্যালয়ে অনুষ্ঠিত হয় কবিতা উৎসব। এ পর্বের উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আহসান হাবীব। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমল বিশ্বাস, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা এবং ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস।
এদিকে বিকেলে পিঠা উৎসব অনুষ্ঠানে তির্যকের সভাপতি ডাক্তার আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তির্যকের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন।
পিঠা দিয়ে সন্ধ্যায় অতিথি আপ্যায়নের পাশাপাশি সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।