নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলাম। প্রধান বক্তা ছিলেন জাগপা’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জেলা কমিটির সভাপতি নিজাম উদ্দিন অমিত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহম্মদ ইসহক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুব আলম বাচ্চু, সাবেক পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম, জাসদ (রব) জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, সাবেক পৌর কাউন্সিলর হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।
সভায় প্রধান অতিথি অধ্যাপক নার্গিস ইসলাম বলেন, সরকারের মদদে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে দাম অস্বাভাবিক করে তুলেছেন। এতে মানুষ কষ্ট পাচ্ছে। গরীব মানুষ পুষ্টিকর খাবার কিনতে পারছে না। অপরদিকে সরকারের শীর্য পর্যায়ের লোকজন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এতে করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে গেছে। এই অবস্থা আর চলতে দিতে পারা যায় না। বিনা ভোটের এই সরকারকে উৎখাতে সবাইকে একযোগে মাঠে নামতে হবে। তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।
আরও পড়ুন:লোহাগড়ার শিশু তানহার বাড়িতে অমিতের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল