নিজস্ব প্রতিবেদক :
শতক পার হতে না হতেই টপ ও মিডল অর্ডারের ছয় ব্যাটার সাজঘরে। দ্রুত অল আউট হওয়ার আশঙ্কায় যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা প্রত্যাশী ফাইভ স্টার ক্লাব। তখনই এক প্রান্তে ব্যাট হাতে দাঁড়িয়ে যান জিএম তীর্থ। তীর্থ খেলেন ৮৩ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস। পাশে পেয়েছিলেন অলরাউন্ডার নাঈমুর রহমান কৌশিক ও উইকেটকিপার রাকিবুল ইসলামকে। রাকিবুলের ৩০ ও কৌশিকের ২০ ছাড়ানো দুই ইনিংসে ১০৪ রানে ছয় উইকেট হারানো ফাইভ স্টার ক্লাব গড়ে ২৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর।
ব্যাট করতে নেমে জয়ের কোন চেষ্টায় করেনি শক্তিমত্তায় পিছিয়ে থাকা আসাদ স্মৃতি সংঘ। তবে পুরো ৫০ ওভার খেলার চেষ্টায় সফল হয়েছে তারা। এতে ফাইভ স্টার ক্লাবের ফিল্ডারদের অবদানও কম নয়। পাঁচের অধিক ক্যাচ ছেড়ে বড় জয়ের সুযোগ নষ্ট করেছে আব্দুল্লাহ আল মামুন রাজু বাহিনী। তবে আসাদকে ৭ উইকেটে ২০০ রানে আটকিয়ে ৫৮ রানের জয় পেতে খুব বেশি বেগ পেতে হয়নি দ্বিতীয় শিরোপা খোঁজে থাকা দলটিকে।
বৃহস্পতিবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আসাদ স্মৃতি সংঘের অধিনায়ক জিএম ইমরান। ১৯ রানের মধ্যে ফাইভ স্টারের দুই ওপেনারকে ফিরিয়ে দারুন সূচনা এনে দেন বোলার তৌফিকুল ইসলাম রাপী। রমজান আলীকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে প্রাথমিক প্রতিরোধ গড়ে দলীয় অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন রাজু। তবে তাতে বাধ সাধেন আসিফ। রমজানকে রাপীর ক্যাচ বানিয়ে ভাঙ্গেন ৫৯ রানের জুটি। রমজান ৪৯ বলে ২ চারে খেলেন ২৭ রানের ইনিংস। পরে রাজু ও তারিককে ফিরিয়ে ফাইভ স্টারের মিডল অর্ডারে ধ্বস নামান আসিফ। রাজু বোল্ড হওয়ার আগে করেন ৩২ রান। ৩৯ বলের ইনিংসে ছিল ২টি চার ও একটি ছয়ের মার। আসিফের পরে আবির উইকেট শিকারে যোগ দিলে ১০৬ রানে ৬ উইকেটের দলে পরিণত হয় ফাইভ স্টার। এখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন জিএম তীর্থ।
প্রথমে কৌশিককে নিয়ে ষষ্ঠ উইকেটে যোগ করেন ৬৩ রান। কৌশিক ব্যক্তিগত ২৪ রানে আবিরের দ্বিতীয় শিকারের পরিণত হয়ে প্যাভালিয়নের পথ ধরেন। পরে অষ্টম উইকেট জুটিতে তীর্থ ও রাকিবুল চলতি লিগের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফাইভ স্টারকে আড়াই’শ রানের কোটা পার করান। দুজনে ৬৩ বলে ৯১ রানের অপরাজিত জুটি গড়েন। শেষ পর্যন্ত তীর্থ ৮৬ ও রাকিবুল ৩৮ রানের অপরাজিত থাকেন। ৬৬ বলে ফিফটি করা তীর্থ পরের ১৭ বলে করেন ৩৬ রান। ফিফটির আগে ৫টি চার মারা তীর্থ এই ১৭ বলে মারেন ৫টি চার ও ১টি ছয়। এই সময়ে রাকিবুলও ঝড়ো গতিতে ব্যাট করেন। ৩৬ বলের ইনিংসে মারেন ৬টি চার। আর এতে শেষ দশ ওভারে ফাইভ স্টার তোলে ৮৯ রান।
বল হাতে আসাদ স্মৃতি সংঘের আসিফ ২৮ রানে ৩টি, রাপী ৭৮ ও আবির ২৫ রানে দুটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে তিনজনের ত্রিশ ছাড়ানো ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান করে। জিএম ইমরান ও শাহান দুজনই ৩৮ রান করে সংগ্রহ করেন। শাহান ৬৩ বলে মারেন ২টি চার ও একটি ছয়। ইমরানের ৬৬ বলের ইনিংসে ছিল ৩টি চারের মার। মূলত এই দুজনের কল্যাণে দুইশ রান করতে পারে আসাদ স্মৃতি সংঘ। এই দুজনের পাশে নাহিদ ৩৩ ও তুর্য ২২ রান করেন। ফাইভ স্টারের আব্দুল্লাহ আল মামুন রাজু ১০ ওভারে এক মেডেনসহ ৪৬ রানে ৩টি, বাংলাদেশ ফিজিক্যাল চালেঞ্জ দলের খেলোয়াড় বাঁহাতি স্পিনার মাহফুজ ২৩ রানে ২টি, নির্জন ১টি ও কৌশিক একটি উইকেট দখল করেন। মাহফুজ তার ১০ ওভারের কোটা পূরণ করে নেন ৩টি মেডেন। জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য আজকে থেকে লিগের খেলা স্থগিত করা হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর :
টস : আসাদ স্মৃতি সংঘ
ফাইভ স্টার ক্লাব : ৫০ ওভার ২৫৮/৭ (হাবিবুর রহমান পিয়াস ১১, আল আমিন ০, রজমান আলী ২৭, আব্দল্লাহ আল মামুন রাজু ৩২, তারিক ৮, নির্জন ১, নাঈমুর রহমান কৌশিক ২৪, জিএম তীর্থ ৮৬*, রাকিবুল ইসলাম ৩৮*; রাহুল ০/৩৪, রাপী ২/৭৮, জিএম ইমরান ০/৪৬, আসিফ ৩/২৮, ইমন ০/২৮, আবির ২/২৫, তুর্য ০/১২)।
আসাদ স্মৃতি সংঘ : ৫০ ওভার ২০০/৭ (তামিম ২, ইমন ১৮, নাহিদ ৩৩, আবির ১, শাহান ৩৮, তুর্য ২২, জিএম ইমরান ৩৮, সামি ৬, রাপী ৫*, রাহুল ৪*; আল আমিন ০/২৩, মাহফুজ ২/২৩, নির্জন ১/৩১, আব্দল্লাহ আল মামুন ৩/৪৬, নাইমুর রহমান ১/২৬, জিএম তীর্থ ০/২২, রমজান আলী ০/৪)।
ফলাফল : ফাইভ স্টার ক্লাব ৫৮ রানে জয়ী।
