কল্যাণ ডেস্ক
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লাখেরও বেশি মানুষ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৮৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। উদ্ধারকাজে বর্তমানে আড়াই লাখের বেশি কর্মী মাঠে কাজ করছে।
এই ভূমিকম্পে দুই দেশের ৪০ হাজারের বেশি ভবন ধসে পড়েছে বলে প্রাথমিক এক পরিসংখ্যানে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।
গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে দেশ দুটিতে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।
১ Comment
Pingback: চরম ডানপন্থিদের দ্রুত চাকরিচ্যুত করতে চায় জার্মানি