আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে গেছে। খবর আল-জাজিরার।
চলতি মাসের শুরুর দিকের ওই ভূমিকম্পে শুধু তুরস্কেই ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু তথ্য দিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি)। এদিকে সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে ভূমিকম্পে এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ৯১৪ জন মারা গেছে।
এএফএডির বরাতে আল জাজিরা জানায়, গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় প্রথমে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ওই দিনই কয়েক ঘণ্টার ব্যবধানে আবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের ভূমিকম্প কবলিত ১১টি প্রদেশে অন্তত দুই লাখ ৪০ হাজার উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে। তবে সম্প্রতি জীবিত অবস্থায় কাউকে উদ্ধারের খবর পাওয়া যায়নি।
তুরস্কের ভূমিকম্প কবলিত এলাকাগুলো থেকে পাঁচ লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির এক লাখ ৭৩ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তুর্কি সরকার জানিয়েছে।
আরও পড়ুন: হাত-পা বেঁধে নির্জন কারাগারে নেওয়া হলো ২ হাজার বন্দিকে
