আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। গত সোমবারের ওই ভূমিকম্পে এ পর্যন্ত ১৫ হাজার ৮২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশ দুটির কর্মকর্তারা। খবর আনাদোলু এজেন্সি ও টিআরটি ওয়ার্ল্ডের।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, তুরস্কে এ পর্যন্ত অন্তত ১২ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬২ হাজার ৯১৪ জন। এদিকে সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯৫০ জনে। আনাদোলু এজেন্সি জানায়, ভূমিকম্পে তুরস্কে ছয় হাজারের বেশি ভবন ধসে পড়েছে।
গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন ও সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়। ১৯৩৯ সালের পর বিগত ৮৪ বছরের মধ্যে এটাই তুরস্কের সবচেয়ে বড় ভূমিকম্প। একই দিন দুপুর দেড়টার দিকেও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ওই এলাকায়।
বিবিসি জানায়, গত বুধবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেসময় তিনি স্বীকার করেন, ভূমিকম্পের পর প্রাথমিক সরকারি উদ্ধার তৎপরতায় কিছুটা সমস্যা ছিল। তবে তিনি দাবি করেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টি প্রদেশে জরুরি অবস্থা জারি হয়েছে। শীতকালীন ঝড়ের কারণে তুরস্কের দুর্গম এবং বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে খাদ্য এবং অন্য সাহায্য পৌঁছানো দুরূহ হয়ে পড়ছে। শীতে আশ্রহীন মানুষজন আরও বিপাকে পড়েছেন।
এদিকে তীব্র ঠাণ্ডায় জমে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন: আমাকে বাঁচাও, এখান থেকে বের করো, ধ্বংসস্তূপে আটকা সিরীয় শিশুর করুণ আকুতি