নিজস্ব প্রতিবেদক
বারি সরিষা ১৮ জাতের উৎপাদনশীল ও উৎপাদন উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। যশোর আঞ্চলিক কৃষক গবেষণা কেন্দ্রের উদ্যোগে ও গাজীপুর বিএআরআই গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জামিল বিশ্বাস।
বৃহস্পতিবার বিকেলে তুলারামপুর ইউনিয়নের চাঁচড়ায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কাওসার উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জয়দেবপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সমন্বয়ক ডক্টর ফেরদৌসী বেগম। প্রধান অতিথি চাষিদের উদ্দেশ্যে বিভিন্ন উৎপাদন ফসলের গুণগতমান নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিএডিসি উদ্যান বিভাগের যুগ্ম পরিচালক একে এম কামরুজ্জামান, নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার রায়, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আনোয়ারুল মুনিম, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় কৃষক ইবাদালি বিশ্বাস, মোল্লা নাজমুল ইসলাম ও হাসিনা বেগম প্রমুখ।
