নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার বিকালে শহরের কাঁঠালতলায় তৃণমূল নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, আমি সদর উপজেলাবাসীর সাথে ছিলাম। আছি এবং থাকবো। আপনাদের ছেড়ে আর কোথাও যাবো না। আমার যতভাবে বলুক আমি আর কোথাও যাবো না এবং সংগঠনও সেভাবে করবো।
উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেছেন, আগামী উপজেলা নির্বাচনে সবার অংশগ্রহণমূলক করার জন্য দলীয় কেনো প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তাই জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বসে আমরা চিন্তাভাবনা করে যাকে প্রার্থী দেবো আপনারা তার পক্ষে কাজ করবেন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, উপজেলা নির্বাচনে তৃণমূল একটা মতামত দিয়েছে। তারপরও আজ আমরা কারোর নাম ঘোষণা না করে আমরা আবারও বসে একক প্রার্থী ঘোষণা করবো। যাতে করে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারি। কারণ হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর এখন আপনারা যার পক্ষে প্রচার চালাচ্ছেন তার হয়ে কাজ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, যুগ্ম-সম্পাদক ইউসুফ সাঈদ, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্ন্যা আরা মিলি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা, দেওয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান চুন্নু, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াসসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত-উল্লাহ।