কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মত ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে নৌকার টিকিট পেলেন বর্তমান সাংসদ আনোয়ারুল আজিম আনার। এমপি আনারকে দলীয়ভাবে নৌকার কান্ডারী ঘোষণার পর পরই শহরের ভূষনস্কুল রোডে প্রধান কার্যালয় সম্মুখে নেতাকর্মী সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়। তারা একে অপরের সাথে কোলাকুলি, মিষ্টি বিতরণ ও রং মেখে নৌকা স্লোগানে আনন্দ মিছিল করেন।
এ সময় উপস্থিত আওয়ামী লীগ নেতা কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ একাধিক নেতাকর্মীরা জানায়, এমপি আনার একজন কর্মী বান্ধব মানবদরদী নেতা। তিনি সারাদিন তার এলাকার মানুষের জন্য মাঠে ঘাটে ঘুরে বেড়ান। এলাকার মানুষ তাকে অনেক সময় মোটরসাইকেল জানাজা পড়া এমপি বলেও ডাকেন।
দলীয় প্রতিক পেয়ে সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার জানান, আমাকে তৃতীয় বারের মতো ঝিনাইদহ-৪ আসনে মনোনীত করায় দেশরত্ন শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সেই সাথেই তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানিয়ে ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।