নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেট তেঁতুলতলা মোড়ের রাস্তার পাশে দীর্ঘদিন ধরে স্তূপ হয়ে ছিল ময়লা। এটা পৌরসভার নজরে নেওয়ার পর বিডি ক্লিন যশোর ৭ নভেম্বর রাতে ময়লা অপসারণ করে।
সংগঠনের যশোরের জেলা সমন্বয়ক শওমিক হাসান সজীব’র নেতৃত্বে ইব্রাহিম, ফারাজুল, রিফাত, সাকিব, মাসুদ, গফুর,রাজু, আকিমুলসহ মোট ১০ জন সদস্য রাত ৮ থেকে রাত ১২টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা পরিশ্রম করে ময়লা পরিস্কার করেন। এই দীর্ঘ চার ঘণ্টায় কয়েকটি ধাপে পরিছন্নতা কার্যক্রম চালানো হয়। প্রথমে প্লাস্টিক জাতীয় অপচনশীল বর্জ্য বস্তায় ভর্তি করা হয়। তারপর পচা দুর্গন্ধযুক্ত ময়লাগুলো আরো কিছু বস্তায় ভরা হয়। সব ময়লা ভর্তি বস্তা তারা সাইকেল ও ভ্যানে নিয়ে দূরের ডাস্টবিনে ফেলে আসেন। শেষে ঝাঁড়ু দিয়ে পুরো জায়গাটি পরিপূর্ণ পরিষ্কার করে।