কল্যাণ ডেস্ক: বাগরেহাটের ফকিরহাটে তেলবাহী ট্রাকের ধাক্কায় শাজাহান হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফলতিতা মৎস্য মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাজাহান হাওলাদার খুলনা রূপসা উপজলোর পাঁচানী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, ভ্যানচালক শাজাহান হাওলাদার যাত্রী নিয়ে ফলতিতা মৎস্য আড়তের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে ভ্যান চালক শাহাজান ঘটনাস্থলেই নিহত হন। তবে ভ্যানের যাত্রীরা সুস্থ রয়েছেন।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরির্দশক মেহেদী হাসান জানান, ট্রাকের ধাক্কায় শাজাহান হাওলাদার নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাস্তার ওপর পড়ে থাকা ভ্যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মোরেলগঞ্জে কৃষকের কাচা ধান কেটে নিলো দুর্বৃত্তরা