বিনোদন ডেস্ক: এসএস রাজমৌলি’র ছবি মানেই ইতিহাসে স্থান করে নেওয়ার কোন বরপুত্র। নিজের বানানো বাহুবলী ২ এর রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করলেন অ্যাকশন মুভি আরআরআর মুক্তির আগেই।
তাই তো সিনেমা প্রেমিদের দৃষ্টি এখন ৭ জানুয়ারী দিকে। ঐদিন মুক্তি পাবে ঐতিহাসিক সিনেমাটি।
৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে এসএস রাজমৌলি’র রচনা ও পরিচালনায় ঐতিহাসিক তেলুগু অ্যাকশন মুভি আরআরআর।
মুভিতে অভিনয় করেছেন রামচরণ তেজ, আলিয়া ভট্ট, এনটি রামা রাও জুনিয়র এবং অজয় দেবগন।
কাল্পনিক গল্পে ছবিটির কাহিনী বিন্যাস। ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প।
যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দ্রাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে লড়াকু সেই যোদ্ধাদের চলচ্চিত্রের পর্দায় নিয়ে এসেছেন এসএস রাজমৌলি।
মুক্তির আগেই ৯০০ কোটি রুপি আয় করে ভারতের সর্বকালের রেকড ভাঙ্গল তেলুগু অ্যাকশন মুভি আরআরআর। আগের রেকর্ডধারী বাহুবলী ২ ছবির থেকে প্রায় দ্বিগুন আয় করেছে সিনেমাটি।
>> দিল্লির আদালতে মামলা ভারতের কাছে লাল কেল্লার মালিকানা চান মুঘল সম্রাটের বংশধর সুলতানা
এসএস রাজামৌলির মুভি আরআরআর মুক্তির আগেই ইতিহাস তৈরি করেছে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এনটিআর এবং রাম চরণ।
সিনেমাটি মুক্তির আগে চলছে এখন ইভেন্ট প্রোমো। ইউটিউবে প্রকাশ হয়েছে ট্রেইলার। প্রতিটি ইভেন্টে দর্শকদের অভাবনীয় সাড়া বলে দিচ্ছে, সিনেমা জগতে ইতিহাস হতে অসংখ্য রেকর্ডের হাতছানি নিয়ে আসছে এসএস রাজমৌলি’র রচনা ও পরিচালনায় ঐতিহাসিক তেলুগু অ্যাকশন মুভি আরআরআর।