আন্তর্জাতিক ডেস্ক
ইরান থেকে আবারও ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। খবর আল জাজিরা
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র তেল আবিব এবং হার্জেলিয়াতে আঘাত হেনেছে। এর মধ্যে হার্জেলিয়াতে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি গুরুত্বপূর্ণ অঞ্চলে পড়েছে।
এদিকে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের আইআরজিসি বাহিনীর প্রধানকে হত্যা করেছে। এ ঘটনা যদি সত্যি হয় তাহলে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। গত শুক্রবার আইআরজিসির সাবেক প্রধান গোলাম আলী রাশিদকে হত্যার পর আলী সাদমানিকে এ পদে নিযুক্ত করা হয়েছিল।
এবার ইসরায়েল তাকেও হত্যা করার কথা জানিয়েছে।