নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বাহাদুরপুর বকুলতলা মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ শহিদ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাসুদ হাসান কৌশিক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি এশারত হোসেন কটা, সাধারণ সম্পাদক টিপু সুলতান, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মন্টু, সাবেক সাধারণ সম্পাদক ইমামুল হক টিরু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান, সাবেক জেলা সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান মাষ্টার। ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগ নেতা রহিম, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি খলিলুর রহমান, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাহারুল, খুলনা বিভাগীয় তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লিপি, ছাত্রলীগ নেতা তন্ময়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিব, আসাদুল, টিপু, ৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির, আকরাম, ৪ নং ওয়ার্ড মেম্বার রিপন, ৫ নং ওয়ার্ড মেম্বার তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জলিল। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রিপন, রেজাউল, সিমান্ত ও সাজু।
সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপার্থী তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বলেন, আগামী যশোর সদর উপজেল নির্বাচনে আমি জয়ী হতে পারলে সন্ত্রাস নির্মূল করবো। উপজেলায় কোনও চাঁদাবাজি হবে না। আপনাদের যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যা সমাধান করা হবে। আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত ও খুশি। আপনারা যদি আমাকে জয়ী করেন ওয়াদা দেন, প্রতিটি ইউনিয়নে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবো। বেকার যুব সমাজকে চাকরির ব্যবস্থাও আমি করব।’
