আন্তর্জাতিক ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারাবিশ্বে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা। এবার থাইল্যান্ডে ভয়াবহ ঝড়ে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় শক্তিশালী ঝড়ের আঘাতে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ছাদ ধসে পড়েছে একটি স্কুল ভবনের। এই মর্মান্তিক ঘটনায় চার শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২৫ জন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, দেশটির পিচিত প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে ওয়াত নার্ন প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় শিশুরা। কিন্তু বজ্রাঘাতে স্কুলের ইস্পাতের ছাদ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাতজন। এদের মধ্যে চার শিশু ছাড়াও রয়েছেন একজন অভিভাবক এবং স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মী।
জানা গেছে, নিহত শিশুদের বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন। তাদের তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন ঐ অঞ্চলের স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: নরেন্দ্র মোদী বলিউডকে মুসলিমবিদ্বেষী করে তুলছেন?
১ Comment
Pingback: পুতিনকে হত্যার জন্য খুঁজছে ইউক্রেনের গোয়েন্দারা