নিজস্ব প্রতিবেদক
যশোরের প্রায়ত শ্রমিক নেতা শ্রীভূষণ ঘোষের স্মরণসভায় মারপিট ঘটনার ২০ দিন পর অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সোমবার মুড়লী খাপাড়ার বলয় দেবের ছেলে মিলন কুমার দেব এই মামলা করেছেন। ঘটনার পর থানায় অভিযোগ দিলে মামলা রুজু না হওয়ায় আদালতে এমামলা করেছেন বলে বাদী জানিয়েছেন। গত ১৭ নভেম্বর শহরের মুড়লী জোড়া শিব মন্দিরে মারপিটের ঘটনা ঘটে।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হলেন- যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার শম্ভুচাঁদ জোয়ার্দ্দারের ছেলে সঞ্জয় কুমার জোয়ার্দ্দার, বাঘমারাপাড়ার সুনীল পালের ছেলে রবীন্দ্রনাথ পাল, মুড়লী মন্দিরপাড়ার মৃত প্রবীর ব্যানার্জীর ছেলে মুকুল ব্যানার্জী ও সদরের কচুয়া গ্রামের মৃত কুমার বিশ্বাস পাটনির ছেলে রতন কুমার বিশ্বাস।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট তাহমিদ আকাশ মামলার বরাত দিয়ে বলেন, গত ১৭ নভেম্বর বিকেলে যশোর শহরের মুড়লী জোড়া শিব মন্দির প্রাঙ্গণে প্রায়ত শ্রমিক নেতা শ্রীভূষণ ঘোষের স্মরণসভা চলছিল। আসামিরা এসময় দুইটি মোটরসাইকেলে এসে হামলা, চিৎকার চেচামেচি করে উপস্থিত ভক্তদের মাঝে আতংক সৃষ্টি করে সভা প-ের চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মিলন কুমার দেব আসামিদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে মারপিট করে। এসময় আসামিরা তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে স্মরণসভায় আসা ভক্তদের দ্রুত মন্দির ফেলে চলে যেতে বলে। অন্যথায় তাদের খুন-জখম করবে বলে হমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মামলা গ্রহণ না করায় বাদী আদালতে এই মামলা করেছেন।