নিজস্ব প্রতিবেদক
দইয়ের বিএসটিআই লাইসেন্স না থাকাসহ অবৈধ প্রক্রিয়ায় উৎপাদনের অপরাধে বেনাপোল বাজারের আজিজ মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে একই বাজারের নিউ মেডিসিন হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বুধবার সকালে বেনাপোল বাজারের আজিজ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, সেখানে অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করা হচ্ছে।
এছাড়া দইয়ের বিএসটিআই লাইসেন্স এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আজিজ মিষ্টান্ন ভান্ডারকে আলাদা ধারায় মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পরে একই বাজারের নিউ মেডিসিন হাউজে অভিযান চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
