নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু ও মধুমতি সেতুর দ্বার উন্মোচিত হওয়ায় দক্ষিণাঞ্চলে অন্তত ১২টি শিল্প প্রতিষ্ঠান নতুন বিনিয়োগে আগ্রহী হয়েছে। ফলে এ অঞ্চলে কৃষিসহ অন্যান্য খাতে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে।
এতে এ অঞ্চলের মানুষের বিরাট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিল্পের এই বিপ্লবে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের অংশীদার হতে নতুন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।
মঙ্গলবার দিনব্যাপী যশোরের একটি অভিজাত হোটেলে সুদৃঢ় ভবিষ্যৎ নির্মাণ শীর্ষক কোম্পানির খুলনা অঞ্চলের (রিজিয়ন) কর্মীদের মিলনমেলায় এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তারা বলেন, কোম্পানির খুলনা রিজিওনালে (অঞ্চল) চলতি বছরে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগামী বছরে তা ২১ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেলক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার রিতেশ রঞ্জন বড়য়া, হেড অব চ্যানেল স্ট্যাটিজি সামির জাকারিয়া, হেড অব সেলস অপারেশন ইমদাদুল হক, হেড অব ট্রেড মার্কেটিং মেহেবুব রূশদী, হেড অব টেকনিক্যাল ফখরুদ্দিন মোহাম্মদ খান, হেড অব ক্যাপাসিটি বিল্ডিং আফসানা ফেরদৌস, রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ কলি প্রমুখ।