ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেলেন তিনি। গতকাল মঙ্গলবার জোহানেসবার্গে অনুষ্ঠিত নিলামে ডারবান সুপার জায়ান্টস তাঁকে দলে ভিড়িয়েছে।
তাইজুলের জন্য ফ্র্যাঞ্চাইজিটির খরচ পড়েছে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড-বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৯০ হাজার টাকা।
এবারের নিলামে প্রাথমিকভাবে ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয় ১৪ জনের। এর মধ্যে কেবল তাইজুলকেই দল পেয়েছেন। একই নিলামে মুস্তাফিজুর রহমানের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। সাকিব আল হাসান, লিটন দাস কিংবা অভিজ্ঞ মাহমুদউল্লাহর নাম ডাকা হয়নি।
চতুর্থ আসরের নিলামে মোট ৫৪১ ক্রিকেটারের নাম তোলা হয়। দেশি-বিদেশি মিলিয়ে দলে ভিড়িয়েছেন ৮৪ জন। সবচেয়ে বেশি দাম পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস-১৬.৫ মিলিয়ন র্যান্ডে তাঁকে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। তবে ইংলিশ কিংবদন্তি জেমস অ্যান্ডারসন, অলরাউন্ডার মঈন আলী কিংবা জেসন রয়ের মতো তারকারা অবিক্রীত থেকে যান।
তাইজুল যে দলে সুযোগ পেয়েছেন, সেটি ইতিমধ্যেই তারকাসমৃদ্ধ। স্কোয়াডে রয়েছেন হাইনরিখ ক্লাসেন, জস বাটলার, এইডেন মার্করাম, ডেভন কনওয়ে, সুনীল নারাইন ও ডেভিড ভিজের মতো প্রতিষ্ঠিত টি–টোয়েন্টি তারকা। ফলে এই দলে সুযোগ পাওয়া তাইজুলের জন্য বড় এক অর্জন হিসেবেই ধরা হচ্ছে।
যদিও এখনো নিশ্চিত নয় তিনি মাঠে নামতে পারবেন কী না। কারণ একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)ও সূচি রয়েছে। তাইজুলকে খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র নিতে হবে। তবে বিপিএল সময়মতো আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকায়, তার এসএ টোয়েন্টিতে খেলার সম্ভাবনা উজ্জ্বলই বলা যায়।
২০১৪ সালে টেস্ট অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম। এখন পর্যন্ত তিনি খেলেছেন ৫৫ টেস্ট, ২০ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক অভিজ্ঞতার বাইরে বিভিন্ন টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে তাঁর সংগ্রহ ১০৫ ম্যাচে ৮৮ উইকেট। মূলত টেস্ট বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত হলেও ধীরে ধীরে সংক্ষিপ্ত সংস্করণেও নিজের নাম জানান দিচ্ছেন।
এ বছরের ডিসেম্বরে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগ। ছয় দলের এই প্রতিযোগিতা চলবে আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: আদালতে বিচারকের কাছে বিষ চাইলেন অভিনেতা দর্শন