মহেশপুর প্রতিনিধি: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের মহেশপুরে অবস্থিত এশিয়ার বৃহত্তম কৃষি খামার পরির্শন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় মন্ত্রী দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন। এ সময় তিনি আমন ধানের শস্য কর্তন উদ্বোধন, বৃক্ষ রোপণ ও পেয়াজ বীজ উৎপাদন খামার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সেলুন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম,মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন রাজবংশী, সহকারী কমিশনার(ভূমি) আনিসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, কৃষি কর্মকর্তা হাসান আলী, অফিসার ইনচার্জ সেলিম মিয়া প্রমুখ।
আরও পড়ুন: এড়েন্দায় ছিনতাইকালে তিনজনকে গণপিটুনি