নিজস্ব প্রতিবেদক
যে কোন খেলার প্রাণ বলা হয় দর্শকদের। দীর্ঘদিন পর যশোর নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ এ দর্শকে টইটম্বুর হয়ে উঠেছিল যশোরের ঐতিহ্যবাহী শামস্-উল-হুদা স্টেডিয়াম। বৈশাখী ফুটবল উৎসবের ফাইনাল ম্যাচ দেখতে যশোর জেলা ক্রীড়া সংস্থার অফিসের সাথে লাগোয়া ভিআইপি গ্যালারি, উভয় পাশের গ্যালারি সাথে আমেনা খাতুন ক্রিকেট গ্যালারি কানায় কানায় ভরে ওঠে পুরো স্টেডিয়াম। এর মধ্যে অফিসের উত্তর পাশে গ্যালারির পুরোটাই দখলে ছিল এক নম্বর ওয়ার্ডের দর্শকদের। দর্শকরা ম্যাচের পুরোটা সময়ই বিরামহীন ভাবে ঢাক-ঢোল, ভুভুজেলা’র বাজিয়ে তাদের প্রিয় দলকে সমর্থন জুগিয়ে গেছেন। প্রিয় দলের খেলোয়াড়দের আক্রমণ ও গোলে বাধভাঙ্গা উচ্ছাসে মাঠ কাঁপিয়ে তোলেন তারা। পাশাপাশি কোনো ভুল বা গোল মিসে হতাশা ব্যক্ত করেন তারা। তবে গোল মিসের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়নি দর্শকদের। ম্যাচ শেষেও উৎসব করেছে এক নম্বর ওয়ার্ডের দর্শকরা।
শনিবার ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলা এক নম্বর ওয়ার্ড সাডেন ডেথের জয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের রানার্সআপ হয়েছে ছয় নম্বর ওয়ার্ড। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ভাবে শেষ হয়। পরে অতিরিক্ত সময়ের ১০মিনিটে কোন দলই গোল করতে পারেনি। এর মধ্যে দুই বার গোলের খুব কাছাকাছি গিয়েছিলো এক নম্বর ওয়ার্ড। পরে টাইব্রেকারের প্রথম ৫ শটের ৪-৪ গোলে গোলে সমতায় শেষ হয়। সাডেন ডেথের প্রথম শটে ছয় নম্বর ওয়ার্ডের সুমনের শট এক নম্বর ওয়ার্ডের গোলরক্ষক ঠেকিয়ে দেন। পরে এক নম্বর ওয়ার্ডের হ্যারিস গোল করলে দর্শকদের উৎসবের উপলক্ষে করে দেন।
ম্যাচের আগেও মনোজ্ঞ ডিসপ্লে ও মধ্য বিরতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক মিতুল হাসান। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় সাবেক জাতীয় ফুটবলার ও হকি খেলোয়াড় কাওসার আলী, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মো. সাথীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সাবেক ফুটবলার ও প্রশিক্ষক এমদাদুল হক সাচ্চু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ফুটবল রেফারি এসএ খান সালেহ এবং জেলা দলের সাবেক ফুটবলার আবুল কালাম আজাদকে মরোণত্তোর সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।
উল্লেখ্য, যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ড নিয়ে গেল ২৫ এপ্রিল যশোর সরকারি এম এম কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসব শুরু হয়।
