বিনোদন ডেস্ক
পিওর রোমান্টিক ধাঁচের গল্পে সদ্যই উন্মুক্ত হয়েছে বিশেষ নাটক ‘ভালবাসার তিন দিন’। প্রচারে আসার পর থেকেই দর্শকমহলে প্রশংসিত হচ্ছে নাটকটি। মাত্র পাঁচ দিনেই নাটকটি দেখেছেন ৩২ লক্ষেরও বেশি দর্শক।
মহিদুল মহিমের পরিচালনায় নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সংগীতশিল্পী পড়শী। এর আগেও তারা জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন, এবারও তাই।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবে মন্তব্যের ঘরে সব ইতিবাচক মন্তব্য। দর্শক বলছে, নাটক নয়, যেন সিনেমা দেখলাম। এছাড়াও নাটকের গল্প, নির্মাণ, অভিনয়, মিউজিক, গান ও লোকেশন- সবকিছুতেই ছিল ভিন্নতার ছোঁয়া।
জোভান বলেন, কাজটি করতে গিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি। দর্শকরা এটি পছন্দ করেছেন। তাদের ভালো লাগাতে আমাদের সেই পরিশ্রম স্বার্থক হয়েছে। আমাদের টিমের সবাইকে এবং দর্শকদের জানাই ভালোবাসা।
পড়শী বলেন, নাটকটি নিয়ে আমি প্রথম থেকেই আশাবাদী ছিলাম। প্রচারে আসার পর থেকে দর্শকদের কাছ থেকে এত এত ভালবাসা পাচ্ছি যে সত্যিই আমি মুগ্ধ। নাটকটির এই ব্যাপক সাফল্যে আমি সকল দর্শকদের প্রতি জানাই ভালোবাসা ও কাজের সাথে যুক্ত পুরো টিমকে জানাই অভিনন্দন।
নির্মাতা মহিদুল মহিম বলেন, আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। আমি সবসময়ই চেষ্টা করি আমার কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জনের। আর সেই দর্শকদের কাছ থেকে নাটকটি নিয়ে এত রেসপন্স পাচ্ছি যে আমি সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞ।
জোভান ভাই ও পড়শীকে ধন্যবাদ তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য। নাটকটির প্রযোজক তানভীর মাহমুদ ভাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। সেই সাথে পুরো টিমকে অভিনন্দন।
নাটকটির বিজিএম করেন আভরাল সাহির। তারই সঙ্গীতায়োজনে নাটকের চারটি গানে তার সাথে কণ্ঠ দিয়েছেন কণা, কোণাল ও পড়শী।
আরও পড়ুন: প্রতারণা মামলার আসামি ইত্যাদি’র নানি শবনম পারভীন
১ Comment
Pingback: ছেলের জন্মদিনেও দূরত্ব বজায় রাখলেন শাকিব-বুবলী