তালা প্রতিনিধি: তালায় দলিত জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা প্রাণি সম্পদ অফিসের সেমিনার কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির সভাপতি জয়ন্তী রানী দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী রাণী দাশ।
সংস্থার সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা জুয়েল সরকারের পরিচালনায় অন্যান্যের মধ্যে কমিউনিটি নেতৃ স্বরস্বতী দাশ প্রমুখ বক্তৃতা করেন। এসময় পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এড়েন্দায় ছিনতাইকালে তিনজনকে গণপিটুনি