নিজস্ব প্রতিবেদক
দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখা। ২৪ আগস্ট যশোর শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ আগস্ট রোববার আলোচনা সভা।
এদিন বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ১ সেপ্টেম্বর সোমবার জেলাসহ সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে। বিএনপির ১৬টা ইউনিট এবং অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণে বিকাল তিনটায় শহরের টাউন হল ময়দান থেকে র্যালি বের হবে।
আর ৩ সেপ্টেম্বর বুধবার সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বের হবে র্যালি। এছাড়া বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।