ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের পর এখনও মাঠে ফেরেননি বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ২২ গজে ফেরার কথা কোহলির। কয়েকদিন আগেই টেস্ট সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছিলেন। কিন্তু হঠাৎই পারিবারিক প্রয়োজনে তড়িঘড়ি করে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরতে হলো কোহলিকে।
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে নামার আগে প্রস্তুতি শুরু করেছিলেন কোহলি। এরই মধ্যে হঠাৎ ফ্যামিলি ইমার্জেন্সি। কি এমন জরুরি প্রয়োজন? সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে সরাসরি লন্ডন গিয়েছেন কোহলি। বিরাটের স্ত্রী আনুশকা শর্মা অন্তঃসত্ত্বা। তবে কি আনুশকার কারণেই হঠাৎ লন্ডন যেতে হলো কোহলিকে? যদিও এই পুরো বিষয়টা অনুমান মিডিয়ার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। তার আগেই দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেবেন কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানা গেছে তেমনটা।
