কল্যাণ ডেস্ক
সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তাঁরা এই দাবি তুলে ধরেছেন। ওই দিন সকাল ১০টা থেকে বিপুলসংখ্যক শিক্ষকের অংশগ্রহণে আন্দোলন শুরু হয়। তাঁরা যুক্তি দিয়েছেন, তাঁদের বর্তমান তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে শ্রেণিবদ্ধকরণ অন্যায় এবং শিক্ষকতা পেশার জন্য অবমাননাকর।
আন্দোলন চলার সময় এক শিক্ষক ঘোষণায় বলেন, ‘আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়, যা আমরা শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের দাবি
সুনামগঞ্জের বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন একই সুরে বলেন, ‘আমরা শিক্ষক সমাজের অংশ। আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? শিক্ষকদের তৃতীয় শ্রেণির মধ্যে রেখে দেশ গড়া সম্ভব নয়।
আরও পড়ুন: সুইজারল্যান্ড সফর শেষে আজ ঢাকায় ফিরছেন ড. ইউনূস