চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে আশরাফ সরদার নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আশরাফ সরদার চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড়ের সরদারপাড়ার শমসের সরদারের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরে মাঠে কৃষি কাজ করার সময় স্থানীয় কৃষকরা ইব্রাহিমপুর গ্রামের রেজাউল হোসেনের ভুট্টাক্ষেতে একটি লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, তাকে হত্যা করে কে বা কারা ফেলে রেখে গেছে।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হত্যা পর লাশটি ঐ স্থানে ফেলে রাখা হয়েছিল। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ছাগলের সঙ্গে ধাক্কা, বাইক থেকে ছিটকে পড়ে নিথর গৃহবধূ