Share Facebook Twitter LinkedIn Email WhatsApp শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে। ভোরেই ঝুড়ি ভর্তি মুলা নিয়ে হাটে এসেছেন কৃষক। যশোর সদরের বারীনগর বাজার। ছবি : কল্যাণ শীতের সকালে জবুথুবু মাছরাঙা। যশোর সদরের কাশিমপুর গ্রামে। ছবি : কল্যাণ সোনালী ফসল ঘরে তোলার মহা উৎসব চলছে। কাঁধে বোঝাই করে আমন ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। মণিরামপুর থেকে তোলা। ছবি : কল্যাণ শীতের রসনা খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য চলছে গাছিদের খেজুর গাছ কাটার ধুম। মণিরামপুর থেকে তোলা। ছবি : কল্যাণ