নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৮ বছর পর মাঠে গড়িয়েছে যশোর হকি লিগ। বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে ইয়াং স্টার ক্লাব। তারা ৬-০ গোলে পরাজিত করেছে আসাদ হকি একাডেমিকে।
সর্বশেষ ২০০৪-০৫ মৌসুমে লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল। এরপর এই হয়, অচিরেই হবে এমন অনেক শব্দ শোনা গেলেও লিগের খেলা হয়নি।
চলতি লিগে ছয়টি ক্লাব অংশগ্রহণ করছে। এই ক্লাব গুলোকে নিয়ে দু’টি গ্রুপে বিভক্তি করা হয়েছে। এতদিন পর লিগের খেলা মাঠে গড়ালোও অনেকেরই অভিমত দু’টি গ্রুপ না করে সিংগেল লিগ করা হলে ভাল হতো। দু’টি গ্রুপ করায় একটি ক্লাব মাত্র দু’টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। দু’টি ম্যাচের মাধ্যমে হকির কোন বিকাশ ঘটবে না বলেও তারা মনে করেন। এটা অনেকটা মান রক্ষার লিগ বলে তারা দাবি করেছেন।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। হকি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এসএম বদরুদ্দোজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা দলের সাবেক হকি খেলোয়াড় শহিদুর রহমান। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির ও হকি পরিষদের সম্পাদক মাহমুদ রিবন।