ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই ক্যামেরার লেন্সে খু্ঁজে পাওয়া কঠিন ছিল নাজমুল হাসান পাপনকে। একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছিল তার নামটাও। অবশেষে সব নীরবতা ভেঙে মুখোমুখি হলেন গণমাধ্যমের। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ দলের টিম হোটেলে বৈঠক করেছেন পাপন। জানিয়েছেন ক্রিকেটারদের এমন খারাপ সময়ে পাশে আছে বিসিবি।
কলকাতার তাজ হোটেল থেকে বেরিয়ে পাপন মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় দলের এমন পরাজয়ের পর কথা উঠবে স্বাভাবিকভাবেই দেখছেন বিষয়টি। পাপন বলেন, ‘আমার সাথে কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক সিরিয়াস। আমি ওদের বলেছি খারাপ সময়ে মানুষ খারাপ বলবে এটাই স্বাভাবিক। ভালো করলে তো মানুষ মাথায় নিয়ে নাচে। তবে আমরা খারাপ সময়ে ক্রিকেটারদের পাশে আছি।’
