নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামক ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চার যাত্রী পুড়ে প্রাণ হারিয়েছেন। এ কারণে যশোরের বেনাপোল থেকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি দুইদিন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আরও ২১টি ট্রেন এই দুইদিন না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ রেলওয়ে অধিদফতর।
শনিবার ও আজ রোববার দ্বাদশ নির্বাচনের দিন রবিবার (৭ জানুয়ারি) দেশের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ২২ টি ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান।
তিনি আরও জানান, অনিবার্য কারণবশত শনিবার এবং রোববার বেনাপোল এক্সপ্রেস বন্ধ থাকবে। পাশাপাশি মহানন্দা আপ, ডাউন, রকেট আপ, গাউন, পদ্মরাগ ২১-২২, রংপুর শাটল ৯৭-৯৮, ঢাকা কমিউটার- ৯৯, রাজশাহী কমিউটার ৫-৬ ও বগুড়া কমিউটার ৫-৬ সোমবার বন্ধ থাকবে।’
এ ছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২-৪৫৫, ৪৫৬-৪৬১) আজ পুরোপুরি বন্ধ থাকবে।
