নিজস্ব প্রতিবেদক: যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোট গ্রহণকে সামনে রেখে ৪র্থ দিনের মতো প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার শহরের আরএন রোড, খুলনা বাসস্ট্যান্ড ফলপট্টি ও কোল্ডস্টোর মোড় পর্যন্ত গণসংযোগ করেছেন দুই প্যানেলের প্রার্থীরা। ৩৯ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সাজ্জাদুর রহমান সুজা, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবু ও ইদুল চাকলাদার।
এবং ব্যবসায়ী অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছেন সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবীর কবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদুজামান মিঠু ও ব্যবসায়ী মিজানুর রহমান।
ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য কাসেদুজ্জামান সেলিম বলেন, আমাদের প্যানেল গতকাল শহরের ঢাকা রোড, ফলপট্টি হয়ে কোল্ড স্টোর মোড় পর্যন্ত ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়েছি। সেখানে আমরা ভোটারদের ভোট প্রার্থনা করেছি। দীর্ঘ ৮ বছর পর ভোট উৎসবে যোগ দিতে ভোটাররা সাথে থাকবেন বলে আমাদেরকে আশস্ত করেছেন।
ব্যবসায়ী অধিকার পরিষদের আহসান কবির নিপু বলেন, গতকাল শহরের আরএন রোডে আমরা গণসংযোগ করেছি। পর্যায়ক্রমে সবার কাছে যাব। ২০২৩ সালের ৭ জানুয়ারি যশোর কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।