নিজস্ব প্রতিবেদক
পূর্ব শত্রুতার কারণে চিহ্নিত সন্ত্রাসীরা আকাশ (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করে নগদ সাড়ে ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে মামলাটি করেন, যশোর শহরের বেজপাড়া (বনানী রোড পুলিশ বিট কমিটির পাশে) খোকনের স্ত্রী স্বপ্না বেগম। মামলায় আসামি করা হয়েছে বেজপাড়া বুনোপাড়ার আনিস, বেজপাড়া মেইন রোডের শাকিল হোসেন, বেজপাড়া বিহারী কলোনীর রাব্বি, বেজপাড়া বনানী রোডের হারাধন ওরফে হারু, বেজপাড়া বিহারী কলোনীর আসামি শাকিলের গাড়ির ড্রাইভার পাভেলসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
মামলায় গৃহবধূ উল্লেখ করেন, তার ছেলে আকাশ (২২) ইয়ামাহা মোটরসাইকেলের শো’রুমে চাকরি করে। আকাশের সাথে আসামি আনিসের পূর্ব শত্রুতা ও মনোদ্বন্দ্ব চলে আসছিল। গত ২২ মে রাত পৌনে ১০ টায় বাদীর ছেলে তার কর্মস্থল চারখাম্বার মোড়স্থ মোটরসাইকেলের শোরুম থেকে বাড়িতে যাওয়ার পথে বেজপাড়া বনানী রোড পুলিশ বিট কমিটির পাশে পৌছালে তার পরিচিত মাসুম বিল্লাহর সাথে দেখা হয়। তার সাথে কথা বলার সময় পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা শাকিলের গাড়ি থেকে নেমে ধারালো দা ও লোহার রড, চাপাতি ও দেশিয় অস্ত্র দিয়ে বাদীর ছেলেকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। বাদীর ছেলের সাথে থাকা মাসুম বিল্লাহ বাধা দিলে আসামিরা তাকেও খুন করার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। এ সময় বাদীর ছেলেও মানিব্যাগে থাকা নগদ সাড়ে ৯ হাজার টাকা কেড়ে নেয়। বাদির ছেলে ও মাসুম বিল্লার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে আসামিরা চলে যায়। গুরুতর আহত অবস্থায় আকাশ ও মাসুম বিল্লাহকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।