নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুরে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর তিনটায় শংকরপুর ইসহাক সড়কে। আটক হাবীব ওই এলাকার মৃত চাঁন আলীর ছেলে। তিনি যশোর শিক্ষাবোর্ডের অবসরপ্রাপ্ত পিয়ন। হাবীবের নিজ বাড়ির নিচের একটি রুম থেকে স্থানীয়রা হাবিবকে হাতেনাতে আটক করে। পরে ওই দুই শিশুকে উদ্ধার করে। এ সময় শতশত লোকজন ঘটনাস্থলে এসে হাবিবের বিচারের দাবিকে বিক্ষোভ করতে থাকে।
ওই দুই শিশুদের মধ্যে একজনের মা জানান, এক সময় তিনি হাবীবদের বাড়িতে ঝি এর কাজ করতেন। এমনকি ওই বাড়িতেই ভাড়া থাকতেন। বর্তমানে তারা ডালমিল এলাকায় থাকেন। কিন্তু শংকরপুরে বিভিন্ন বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে ও আরেক শিশু দুই বান্ধবী। তারা দুইজনেই শংকরপুরের একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। শনিবার দুপুরে ওই দুই শিশু হাবিবের বাড়ির সামনে বৃষ্টিতে ভিজছিলো। এমন সময় হাবিব ওই দুই শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে হাবিবের বাড়ির নিচতলার একটি ফাঁকা রুমে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। এসময় ওই দুজনেই চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ওই দুই শিশুকে উদ্ধার করে ও হাবীবকে ধরে আটকে রাখে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।
অপর শিশুর মা জানান, তার শিশু মেয়ের কাছ থেকে জানতে পেরেছেন হাবিব বিভিন্ন সময় তাকে বাজে কথাবার্তা বলতেন। সর্বশেষ শনিবার ঘরে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে তিনি নিজে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এসময় হাবিবকে আটক করা হয়। এবিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া এর নেপথ্যে অন্য কোন ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।