নিজস্ব প্রতিবেদক
হতাশা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না ইয়াং প্যাগাসাস। গত মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পাঁচ ম্যাচের চারটিতে হেরে যায় দলটি। বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট পাওয়া দলটি নেমে যায় প্রথম বিভাগ ক্রিকেট লিগে। এখানেও দুর্দশা কাটছে না ইয়াং প্যাগাসাসের। প্রথম ম্যাচে নবাগত শতদলের কাছে ৯৫ রানে হারা দলটি দ্বিতীয় ম্যাচেও ফিল্ডিং ব্যর্থতায় জয়ের দেখা পায়নি। তিনের অধিক সহজ ক্যাচ মিস করে আবু বক্কার-রিমনরা।
শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে রেইনবো বয়েজ জয় তুলে নেয় ২ উইকেটে। প্রথম ম্যাচে বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট পাওয়া দলটি সুপার ফোরে খেলার স্বপ্ন দেখছে। অপরদিকে টানা দুই হারে রেলিগেশনের শঙ্কা রয়েছে ইয়াং প্যাগাসাস। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিমত্তায় এগিয়ে থাকা উপশহর ক্রীড়া চক্র।
এদিন টস জিতে ইয়াং প্যাগাসাসের অধিনায়ক হাসান কবির রিমন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে ৩৭ ওভার ১ বলে স্কোর বোর্ডে ১৬২ রান জমা করে। রান তাড়ায় সহজ জয়ের পথেই ছিল রেইনবো বয়েজ। তবে ১৩১ থেকে ১৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে নবম উইকেটে আব্দুর রহমান ও শাহারিয়ার ১৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে। আব্দুর রহমানের ১৮ বলে ২টি চাওে ১৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ে। এরপাশে ইউসুফ ৭৬ বলে ৩ চারে ৪৮, আব্দুল্লাহ ৬৫ বলে ৩৬ রান করেন।
ইয়াং প্যাগাসাসের আবু বক্কার, ওহিদুল ইসলাম ও শাহ আলম ২টি করে উইকেট দখল করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ইয়াং প্যাগাসাসের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। আবু আনাস স্বাধীন ৩৫ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩১, সাগর আহমেদ ৬৩ বলে ৩টি চারে ২৬, ওহিদুল ইসলাম ও নাজমুস সাকিব ১৬ রান করে সংগ্রহ করেন। রেইনবো বয়েজের শাহিন ২৩ রানে ও জুয়েল ২৭ রানে ৩টি করে উইকেট দখল করেন। এরপাশে ইউসুফ ২টি ও আব্দুর রহমান ১টি উইকেট দখল করেন।
