নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি মামলায় দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড যশোরের নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার রেশাদ মো. আব্দুল আজিমকে সাত বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন একটি আদালত। একই সাথে আত্মসাতকৃত সাত লাখ ৮২ হাজার টাকা জরিমানা করে রাষ্ট্রের অনুকূলে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আব্দুল আজিম খুলনা শেরেবাংলা রোডের বানিয়াখামার এলকার বাসিন্দা । বুধবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সাজাপ্রাপ্ত আব্দুল আজিম পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি রেশাদ মো. আব্দুল আজিম নওয়াপাড়া বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। এরপর এ ব্যাংকের কর্মকর্তা ইদ্রিস আলী ও শেখ আব্দুল হোসেনের সহযোগিতায় ব্যবস্থাপক ৪০ লাখ ৮৬ হাজার ৪২৭ টাকা আত্মসাত করেন। যা ২০১২ সালের ৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত অভ্যন্তরীণ অডিটে ধরা পড়ে। এ ব্যাপারে তৎকালিন ম্যানেজার মো. সুলতান ২০১৩ সালের ৬ জুন ওই তিনজনকে আসামি করে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন। এ মামলার তদন্তের দায়িত্ব পান দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।
মামলার তদন্ত সূত্রে জানা গেছে, আসামি ব্যবস্থাপক রেশাদ মো. আব্দুল আজিম ২৪ জন গ্রাহকের বিনিয়োগ বিতরণের সময় স্বাক্ষরিত অলিখিত চেক রেখে দেন। ২০১১ সালের ২৪ জুলাই থেকে ১২ সালের ১৭ মে পর্যন্ত তিনি ওই চেকগুলো নগদায়ন করে ১০ লাখ ৮৯ হাজার ৭২০ টাকা আত্মসাত করেন। অডিটে বিষয়টি ধরা পড়লে তিনি ৪০ হাজার টাকা ব্যাংকে জমা দেন। বাকি ১০ লাখ ৪৯ হাজার ৭২৫ টাকা আর ফেরত দেননি। এ মামলার সাক্ষীদের বক্তব্য ও অডিট রিপোর্ট পর্যালোচনা করে দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসামি আব্দুল আজিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। অপর দুই আসামির ইদ্রিস আলী ও শেখ আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় চার্জশিট তাদের অব্যাহতির আবেদন করা হয়। এ মামলার আব্দুল আজিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে সাত বছর সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেন।