দেশকে এগিয়ে নিতে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন। তাঁরা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন। এ কথা সত্যি যে সরকার তৃণমূলে এসে কাজ করে না। সেটা সম্ভবও না। এজন্য জেলা প্রশাসকদের দৃঢ় ভূমিকা পালন করতে হয়। জাতির অভিভাবক রাষ্ট্রপতি আবদুল হামিদের কণ্ঠে সেই কথাটাই উচ্চারিত হয়েছে। তিনি সরকারের বহুমুখী কার্যক্রম সমন্বয় ও তত্ত্বাবধানকারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপপ্রয়োগ যাতে না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন। ২৬ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ এর তৃতীয় দিনে জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি এ নির্দেশ দেন।
রাষ্ট্রপতি বলেন, নিজে দুর্নীতিমুক্ত থাকবেন এবং অন্যরাও যাতে দুর্নীতির সুযোগ না পায় সেদিকেও খেয়াল রাখবেন। দুর্নীতি দেশের উন্নয়নের বড় অন্তরায়। দুর্নীতির ফলে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই মাঠ প্রশাসনের প্রতিটি স্তরেই স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার পার্থক্য ডিসিরা সচেতনভাবে বজায় রাখবেন। জনকল্যাণে ও মানবাধিকার সমুন্নত রাখতে মেধা ও দক্ষতার সঠিক ব্যবহার করবেন। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ ইতোমধ্যেই উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যেই এসডিজির সব লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। আর ২০৪১ সালের মধ্যেই আমাদের দেশ আধুনিক ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। জেলা প্রশাসনের কর্ণধার ও সেবক হিসেবে জনগণের দোরগোঁড়ায় সরকারি সেবা পৌঁছে দেয়ার অর্পিত দায়িত্ব আরো নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান।
দেশে যে হারে দুর্নীতি বেড়েছে তা ইতোমধ্যে সরকার উপলব্ধি করতে পেরেছে। দেশটাকে কুরে কুরে খাচ্ছে এই দুর্নীতি। এই দুর্নীতি যদি ঠেকানো না যায় তাহলে এমন কেউ নেই যে দেশটাকে এগিয়ে নিতে পারবে। মহামান্য রাষ্ট্রপতি তাই জেলা প্রশাসকদের বলেছেন, নিজে দুর্নীতিমুক্ত থাকবেন এবং অন্যরাও যাতে দুর্নীতির সুযোগ না পায় সেদিকেও খেয়াল রাখবেন। দুর্নীতি দেশের উন্নয়নের বড় অন্তরায়। দুর্নীতির ফলে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই মাঠ প্রশাসনের প্রতিটি স্তরেই স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আমরাও মনে করি জেলা প্রশসাকরা তৎপর হলেই দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব হবে। তবে এক্ষেত্রে তারা যাতে রাজনৈতিক বা ঊর্দ্ধতন কর্তৃপক্ষের চাপের মুখে না পড়েন সেদিকটার প্রতি গুরুত্ব দিতে হবে। একই সাথে তারা যাতে ক্ষমতার অপব্যহার না করেন সে জন্য তাদেরকে নির্মোহ হতে হবে।
