নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর
যশোরের মনিরামপুরে শ্যালকের হাসুয়ার কোপে ভগ্নিপতি গুরুতর আহত হয়েছেন। আহত শুকুর আলীর বাম বাহুর নিচে বুকের পাশে ৪২টি সেলাই দিয়েছেন চিকিৎসক। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার কুলিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়দের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছেন শ্যালক নূরনবী।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারীর ফেলে যাওয়া মোটরসাইকেল ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করেছে। আহত শুকুর আলী ইত্যা গ্রামের তেছের আলী মোড়লের ছেলে। হামলাকারী নূরনবী কুলিপাশা গ্রামের আব্দুস সাত্তার ঢালীর ছেলে।
শুকুর আলীর স্ত্রী নূরনাহার বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া আমার এক খণ্ড জমি ভাই নূরনবী দখলে নিয়েছেন। কথা ছিল আমাকে তিনি দেখাশোনা করবেন। কিন্তু ভাই কথা না রাখায় আমি স্বামীকে নিয়ে আজ (মঙ্গলবার) আমার জমি দখলে নিতে বেড়া ঘিরছিলাম। এ সময় আচমকা মোটরসাইকেল চালিয়ে এসে প্যাকেট থেকে রামদা বের করে কোপ দেন নূরনবী। সেই কোপ লেগে আমার স্বামী গুরুতর আহত হয়েছেন।
শুকুর আলীর ছেলে আবুবকর বলেন, আব্বাকে ৪২টি সেলাই দেওয়া লেগেছে। তিনি হাসপাতালে ভর্তি আছেন। আমরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
হামলাকারী নূরনবী বলেন, বোনকে মাঠে জমি দিয়েছি। তারপরেও সে আমার বিরোধী পক্ষের সাথে হাত মিলিয়ে আমার উঠানের পরে বেড়া ঘিরে জমি দখলে নিচ্ছিল। আমি খবর পেয়ে এসে কাছে থাকা হাসুয়া দিয়ে একটা কোপ দিয়েছি। নূরনবী বলেন, কোপটা কারো গায়ে লাগেনি। ঘটনার সময় সবাই আমাকে ধরে টানাহেঁচড়া করছিল। তখন হাসুয়ার খোঁচা লেগে কেটে যেতে পারে।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। জমিজমা নিয়ে বিরোধে শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে ভগ্নিপতি আহত হয়েছেন। বাদী পক্ষকে থানায় আসতে বলেছি। তারা অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।