নিজস্ব প্রতিবেদক
যশোরে দেড় কোটি টাকা আত্মসাতের মামলায় বাবা-ছেলেসহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সাথে বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে ওই তিন আসামিকে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, লোন অফিসপাড়ার রফিকুল ইসলাম লাবলু ও শহিদুল ইসলাম ডাবলু এবং শহিদুল ইসলাম ডাবলুর ছেলে শফিকুল ইসলাম জ্যোতি ।
উল্লেখ্য, গত বছরের ১০ আগস্ট দেড় কোটি নিয়ে আত্মসাতের অভিযোগে ওই তিন জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন লোন অফিসপাড়ার শেখ মহব্বত আলী টুটুল।