নিজস্ব প্রতিবেদক
যশোর ক্রিকেট লিগের ১৯৮৮-৯৩ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন আসাদ স্মৃতি সংঘ। মাঝে বেশ কয়েকবছর ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছিল দলটি। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর ২০০৩-০৪ মৌসুমে প্রথম বিভাগের চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নেয় যশোরের শীর্ষ স্তরের ক্রিকেটে।
প্রিমিয়ারে উঠে প্রথম বছরে চ্যাম্পিয়ন হয়ে চমকও দেখায় দলটি। এরপর থেকে যশোরের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখে ১৯৭২ সালে শহীদ মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আসাদের স্মরণে গড়া ক্লাবটি। তবে দেড় যুগের পথচলার ইতি টানলো শহরের খড়কি এলাকার ঐতিহ্যবাহী ক্লাব আসাদ স্মৃতি সংঘ। বুধবার আরএন রোড বয়েজের কাছে হেরে নেমে গেল যশোর প্রিমিয়ার লিগ ক্রিকেট থেকে। যশোর ক্রিকেটের সর্বোচ্চ লিগ থেকে এক সময়কার সাড়া জাগানো ক্লাবটির অবনমন হওয়ায় অনেককেই মর্মাহত করেছে। এ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া।
বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আরএন রোড বয়েজ ২৮ ওভার দুই বলে সব ক’টি উইকেট হারিয়ে ১০৮ রান করে। রান তাড়ায় ৩৩ ওভার এক বলে আসাদ স্মৃতি সংঘের ইনিংস গুটিয়ে যায় ৯০ রানে। এর ফলে আরএন রোডের দলটি জয় পায় ১৮ রানে। এটিই তাদের চার ম্যাচে প্রথম জয়। এই জয় তাদের টিকে রইলো প্রিমিয়ার ডিভিশনে।
আরএন রোড বয়েজের তামিম আক্তার ৪০ বলে দু’টি চার ও একটি ছয়ে ২২, পাপ্পু ৫৬ বলে দু’টি চারে ২৩, তাহমিদ হোসেন কাফি ২০ বলে দু’টি চারে ১০, রাকিব হোসেন ১৬ বলে একটি ছয়ে ১০ ও রেজওয়ান ১০ বলে দু’টি ছয়ে ১৩ রান করেন।
বল হাতে আসাদের তামিম ১১ রানে চারটি, রাহুল ১২ ও আরমান হোসেন আসিফ ২৫ রানে দু’টি এছাড়া রাপি ও সোহাগ নিয়েছেন একটি করে উইকেট।
আসাদের ব্যাটিং ইনিংসে নাজমুল ৩৪ বলে দু’টি চারে ১৬, জি এম ইমরান ৫১ বলে তিনটি চারে ৩২ রান করেন। বাকিরা ছিলেন যাওয়া আসার মধ্যে।
আরএন রোড বয়েজের বিল্লাল তিন রানে ও জীবন ২৬ রান খরচায় নিয়েছেন তিনটি করে উইকেট। সপ্তক শাহারিয়ার ২৩ রানে দু’টি ও একটি উইকেট নিয়েছেন রেজওয়ান।