নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের গাইন বিভাগের সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার। শোকাবহ আগস্ট-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন তিনি। নেতাকর্মীদের মধ্যে অনেকে আগে কখনো টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাননি। এবার যেতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
মঙ্গলবার সকালে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের গাইন বিভাগের সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারী গোলদার।
দুপুরে তার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল, বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল ইসলাম তিব্বত, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার মোল্যা প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহিদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।