আব্দুল্লাহ আল মামুন (সোহান), মনিরামপুর
দেড় হাজার মোটরসাইকেল বহরে নিজ আসনে ফিরেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। আজ (সোমবার) বিকেলে ঢাকা থেকে গাড়ী বহরে নিজ এলাকায় আসেন। দলীয় মনোনীত প্রার্থীকে স্বাগত জানাতে দুপুর থেকে মনিরামপুরের কুয়াদা বাজারে অবস্থান নেয় নেতাকর্মীরা। পরে প্রায় দেড় হাজার মোটরসাইকেল বহরে তিনি মনিরামপুরে পৌর শহরের আসেন।
এদিন বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। এ সময় নেতাকর্মীদের উদ্দ্যেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
