দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ ইউনুস আলী মোড়লকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোরে দেবহাটা উপজেলার জেলিয়াপাড়া ইটভাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউনুস আলী নোড়ারচক পূর্বপাড়া গ্রামের ইয়াদ আলী মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার এসআই শোভন দাস, এসআই শরিফুল ইসলাম ও এএসআই শামীম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও গুলিসহ পুলিশ ইউনুস আলীকে গ্রেফতার করেন। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা দায়ের হয়েছে। কিছু দিন ধরে দেবহাটার খলিশাখালিতে ভূমিদস্যুতা, অস্ত্রবাজি, মাদক কারবার, মৎস্যঘের লুটসহ নানা অপকর্ম চালিয়ে আসছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী। ইউনুস ওই বাহিনীরই সক্রিয় সদস্য বলে জানান ওসি।