দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় ‘রাইট টু গ্রো প্রজেক্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে’র সহযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে একযোগে বিশ্ব শিশু অধিকার দিবস উদযাপিত হয়েছে। সোমবার আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উদযাপন উপলক্ষে সকালে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে একযোগে মোট পাঁচটি (০৫) ইউনিয়নের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ও সুশীল সমাজ সংগঠনের আয়োজনে এবং ‘রাইট গ্রো প্রজেক্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে’র সহযোগিতায় র্যালি ও আলোচনা সভাসহ পট গানের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ সকল বক্তারা বলেন, শিশু পুষ্টি, সুরক্ষা এবং পূর্ণ সম্ভাবনার সাথে প্রতিটি শিশুর বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি এন্ড জেন্ডার অফিসার উজ্জ্বল পাল শিশুর অধিকার বিষয়ে বিশদ আলোচনা করেন। এসময় দেবহাটা উপজেলার প্রত্যেকটি গ্রাম ও ইউনিয়নে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার এবং সচেতন থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আসাদুল হক, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন সাহেব আলী, গোলাম ফারুক বাবু এবং আব্দুল মতিন বকুলসহ ইউনিয়ন পরিষদের সদস্য, সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন গ্রুপের সদস্য, স্থানীয় উদ্যোক্তা, বাংলাদেশ প্রজেক্ট অফিসের তানজিমা আক্তার, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরীসহ প্রজেক্টের প্রত্যেক ইউনিয়ন ফ্যাসিলেটর ও কমিউনিটি প্রোমোটারবৃন্দ।
উল্লেখ্য, দেবহাটায় ৫ টি ইউনিয়নে নেদারল্যান্ডস্ সরকারের অর্থায়নে ‘রাইট টু গ্রো প্রজেক্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ নামে প্রকল্প বাস্তবায়ন করে আসছে।