দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটের ঘটনায় স্কুল শিক্ষিকা আহত হয়েছেন। এ ঘটনায় ওই স্কুল শিক্ষিকাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আহত শিক্ষিকার স্বামী দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত স্কুল শিক্ষিকার নাম রেখা রানী।
অভিযোগ মতে জানা গেছে, ওই শিক্ষিকার সাথে প্রতিবেশিদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। তার জের ধরে শনিবার সকালে রীতা রানী (৩২), ধনে রানী (১৬), কৃষ্ট পদ সরকার (৫৮), বাসুদেব সরকার (৬২), ও চালতেতলা গ্রামের রুহুল আমিন (৪২) তার বাড়িতে ঢুকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগ মতে তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনার পরবর্তীতে শনিবার রাতে হাসপাতালে ভর্তি থাকাকালীন বিবাদীরা আবারো আহত রেখা রানী ও তার ছেলের উপরে হাসপাতালের মধ্যেই মারপিট করে ও রেখা রানীর ছেলের মোবাইল ফোন কেড়ে নেয়। দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: দানবীর ছালামতুল্লাহর দাফন সম্পন্ন