দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মাদক মুক্ত সমাজ চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই এই লক্ষ্যে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং পারুলিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৩ টায় স্থানীয় ফুটবল মাঠে ৮ দলীয় প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, ওসি শেখ ওবায়দুল্লাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৭০ হাজার এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে খুলনার রেডসান ক্লাব ও সাতক্ষীরার মাহমুদপুরের শেখ রাসেল ক্রীড়া চক্র।